
বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় দেড় কেজি গাজাসহ আটক-২।। লালমোহন বিডিনিউজ
ভোলায় দেড় কেজি গাজাসহ আটক-২।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার ইলিশা সিট্রাক ঘাট এলাকায় অভিযান চালিয়ে দেড় কেজি গাজাসহ মাকসুদ (২৫) ও মো: নয়ন (২০) নামের দুইজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) ভোর ৬টার দিকে তাদেরকে আটক করা হয়। আটক মাকসুদ ভোলা পৌরসভা ১নং ওয়ার্ড বাপ্তা এলাকার আ: বাসেদ সরদারের ছেলে ও নয়ন একই এলাকার মো: সিরাজের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার (ভোলা) সরকার মোহাম্মদ কায়সার’র নির্দেশে এসআই শংকর কুমার ঘোষ সংগীয় ফোর্স ভোলা সদর মডেল থানাধীন ইলিশা সিট্রাক ঘাটে অভিযান চালিয়ে মো: মাকসুদ ও মো: নয়ন কে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে দেড় কেজি গাজা উদ্ধার করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে ভোলা সদর থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি (ডিবি) শহিদুল ইসলাম।