বুধবার, ১৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভার মেয়র-কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠিত ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরগণের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১১টায় বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে মেয়র ও কাউন্সিলরদের শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার
মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
দীর্ঘ ৯বছর বন্ধ থাকার পর গত ১৪ অক্টোবর লালমোহন পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় এবং গত ৩০ অক্টোবর নির্বাচিত প্রার্থীদের গেজেট প্রকাশ করা হয়। ভোটগ্রহণ শেষে দীর্ঘ প্রায় একমাস পর বুধবার শপথ নিলেন নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।
উল্লেখ্য, পূর্বে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় এবার নতুন তিনটি ওয়ার্ড যোগ করে মোট ১২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে দ্বিতীয় মেয়াদে মেয়র নির্বাচিত হয়েছেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী এমদাদুল ইসলাম তুহিন। এছাড়াও পৌর ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর হয়েছেন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের, ২নং ওয়ার্ডে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর হয়েছেন হেলাল উদ্দিন হাওলাদার, ৩নং ওয়ার্ডে অহিদুর রহমান দিদার, ৪নং ওয়ার্ডে উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান মাসুম, ৫নং ওয়ার্ডে তৃতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ইমাম হোসেন হাওলাদার, ৬নং ওয়ার্ডে জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, ৭নং ওয়ার্ডে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জাহিদুল ইসলাম নবীন, ৮নং ওয়ার্ডে দ্বিতীয় মেয়াদে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সাইফুল কবীর, ৯নং ওয়ার্ডে আনোয়ার হোসেন হিরণ হায়দার, ১০ নং ওয়ার্ডে সিরাজ মাতব্বর, ১১নং ওয়ার্ডে পৌর যুবলীগ নেতা ফরিদ উদ্দিন মাষ্টার, ১২ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ফরাজী।
এছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ১,২,৩ নং ওয়ার্ডে জান্নাতুল ফেরদৌস, ৪,৫,৬ নং ওয়ার্ডে লুৎফা বেগম, ৭,৮,৯ নং ওয়ার্ডে দুলি বেগম ও ১০,১১,১২ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফেরদৌস আরা।