
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বিত্তবানদের এগিয়ে আসার আহবান সাংসদ শাওনের লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান।। লালমোহন বিডিনিউজ
বিত্তবানদের এগিয়ে আসার আহবান সাংসদ শাওনের লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্তদের অনুদান প্রদান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহনে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন, আর্থিক অনুদানের চেক ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় লালমোহন উপজেলা (দূর্যোগ ব্যবস্থাপনা শাখার) আয়োজনে অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক (ভোলা) মাসুদ আলম সিদ্দিক।
ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত উপজেলার লর্ডহার্ডিঞ্জ, রমাগঞ্জ ও চরউমেদ ইউনিয়নের ৬০ পরিবারের মাঝে অনুদানের ঢেউটিন, চেক ও শুকনো খাবার তুলে দেন জেলা প্রশাসক।
এর আগে টেলি কনফারেন্সের মাধ্যমে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে সরকারি সাহায্যের পাশাপাশি স্থানীয় বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান ভোলা- আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
অনুদান প্রদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমদ, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাবিবুল হাসান রুমি, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, রমাগঞ্জ ইউপি চেয়ার মো: মোস্তফা মিয়া প্রমূখ।