মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ঘূর্ণিঝড় ‘বুলবুলে ভোলার মেঘলা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
ঘূর্ণিঝড় ‘বুলবুলে ভোলার মেঘলা নদীতে ট্রলারডুবি: নিখোঁজ ৯ জেলের লাশ উদ্ধার।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : ঘূর্ণিঝড় বুলবুলের কবলে পড়ে ভোলার মেঘলা নদীতে ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ৯ জনের লাশ বরিশালের মেহেন্দিগঞ্জ থেকে উদ্ধার করছে কোস্টগার্ড। সোমবার রাতে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতদের বাড়ি চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকায়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
জানা গেছে, রবিবার দুপুরে ভোলার উপর দিয়ে ঘূর্ণিঝড় বুলবুল অতিক্রম করে। এসময় সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজার এলাকার ইলিশা নদীতে ২৪ জন জেলে নিয়ে মাছ ধরার ট্রলার আম্মাজান-২ ডুবে যায়। ওই ট্রলারের জেলেরা চাঁদপুর মাছ বিক্রি করে ভোলার চরফ্যাশন যাওয়ার যাওয়ার পথে ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতের শিকার হয়। ওই সময় ১০ জেলেকে জীবিত উদ্ধার হয়। নিখোঁজ থাকে ১৪ জেলে।
কোস্টগার্ড রবিবার রাতেই মেহেন্দিগঞ্জ উপজেলার মেঘনা নদীতে ডুবে যাওয়া ট্রলারটিসহ খোরশেদ নামে এক জেলের মরদেহ উদ্ধার করে। এরপর আজ সন্ধ্যায় ওই এলাকা থেকে আরও ৯ জেলের মরদেহ উদ্ধার করে কোস্টগার্ড সদস্যরা। তবে এখন পর্যন্ত তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। এখনো ৪ জেলের সন্ধান পাওয়া যায়নি।