সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » বসন্তের কোকিল নয় দুঃসময়ে কর্মী চায় আওয়ামী লীগ-কাদের।। লালমোহন বিডিনিউজ
বসন্তের কোকিল নয় দুঃসময়ে কর্মী চায় আওয়ামী লীগ-কাদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বসন্তের কোকিল নয় দুঃসময়ে কর্মী চায় আওয়ামী লীগ।
সোমবার সকালে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে এ কথা বলেন তিনি।
চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী, সন্ত্রাসী ও দুর্নীতিবাজদের জায়গা দলে হবে না- এমনটি জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘দুর্নীতিকে না বলুন। সন্ত্রাসকে না বলুন। টেন্ডারবাজিকে না বুলুন। আমাদের দলে দূষিত রক্ত আমরা চাই না।’
তিনি বলেন, স্বেচ্ছাসেবক লীগ সুশৃঙ্খল হিসেবে সফলভাবে এগিয়ে চলছে। আগামী ১৬ই নভেম্বর জাতীয় সম্মেলন দেশের সর্ববৃহৎ ও সুশৃঙ্খল সমাবেশ হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, কে কত প্রভাবশালী তার থেকে বড় কথা নেতৃত্বের জন্য দলে ক্লিন ইমেজের লোক দরকার।
বসন্তের কোকিল নয় দুঃসময়ে কর্মী চায় আওয়ামী লীগ এমনটি জানিয়ে তিনি বলেন, ভালো নেতা দিয়েই নতুন নেতৃত্ব ঠিক করা হবে। আগামী বছর ১৭ই মার্চ থেকে মুজিব বর্ষ উদযাপন শুরু হবে।
শেখ হাসিনার শুদ্ধি অভিযান শুরু হয়ে গেছে উল্লেখ করে সাধারণ সম্পাদক বলেন, অন্য দলেও যারা দুর্নীতি করে বড় বড় কথা বলছে তাদেরও ছাড় দেয়া হবে না।