সোমবার, ১১ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » কোর্ট-কাচারী | জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আদেশ স্থগিত।। লালমোহন বিডিনিউজ
আবদুল লতিফ সিদ্দিকীর জামিন আদেশ স্থগিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : দুর্নীতি মামলায় সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে দেয়া হাই কোর্টের জামিন আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।
দুদকের করা এক আবেদনের ওপর শুনানি করে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ ওই জামিন আদেশ ১৭ই নভেম্বর পর্যন্ত স্থগিত করেন।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কে এম জহিরুল হকের হাই কোর্ট বেঞ্চ গত চৌঠা নভেম্বর লতিফ সিদ্দিকীকে ছয় মাসের জামিন দেন। পাশাপাশি রুল জারি করা হয়।
হাইকোর্টের ওই আদেশ স্থগিত চেয়ে গত ৭ই নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালতে যায় দুদক। সেদিন চেম্বার আদালত দুদকের আবেদনে কোনো আদেশ না দিয়ে আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়ে সোমবার শুনানির জন্য রাখা হয়।
২০১৭ সালের ১৭ই অক্টোবর বগুড়ার আদমদীঘি থানায় দুর্নীতির মামলা করেন দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম।