রবিবার, ১০ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলাসহ ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত।।লালমোহন বিডিনিউজ
ভোলাসহ ৯ জেলায় ১০ নম্বর মহাবিপদ সংকেত।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ : আবহাওয়া দপ্তরের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ১০ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেই সঙ্গে ৯ উপকূলীয় জেলাও আছে ১০ নম্বর মহাবিপদ সংকেতের আওতায়। ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে এরই মধ্যে উপকূলীয় এলাকায় বয়ে যাচ্ছে ঝড়ো হাওয়া।
ওই ৯ উপকূলীয় জেলা হলো, ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বাগেরহাট, খুলনা, সাতক্ষীরা। ওই জেলাগুলোর অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ ওই সংকেতের আওতায় থাকবে।
ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে ওই ৯ জেলাসহ চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলোর নিম্নাঞ্চল স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫-৭ ফুট অধিক উচ্চতার জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে।
চট্টগ্রাম সমুদ্রবন্দরকে ৯ নম্বর মহাবিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সংকেতের আওতায় থাকবে উপকূলীয় জেলা চট্টগ্রাম, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, চাঁদপুর এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো।