বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে জেলেকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে জেলেকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার ধলীগৌরনগরে মোঃ কালু নামের এক জেলেকে মারধর করে টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে।
গত ৩০ অক্টোবর (মঙ্গলবার) রাত ১০টায় ধলীগৌরনগর ৭নং ওয়ার্ড পাটোয়ারী হাট এলাকায় এ ঘটনা ঘটে। আহত কালু বর্তমানে চরফ্যাশন সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী কালু জানান, গত সোমবার আমার ছেলের বিয়ের আসরে “বাল্য বিবাহের” অভিযোগ নিয়ে পুলিশ উপস্থিত হয়। এসময় তাদেরকে প্রয়োজনীয় কাগজপত্র দেখালে চলে যান তারা। পরে আমি ক্ষুদ্ধ হয়ে পুলিশকে ভুল তথ্যপ্রদানকারী ও আমাকে হেয় প্রতিপন্ন করার চেষ্টাকারীদের গালমন্দ করি। কারো নাম উল্লেখ না করে গালমন্দ করলেও পরদিন রাতে পাটোয়ারী হাটে গেলে স্থানীয় মোল্লা ভুট্টু, রুহুল আমিন, কামরুল, মিজান, কালাম, রফিক ও ছালাউদ্দিন আমার পথরোধ করে গালমন্দের বিষয়টি তাদের উপর চাপিয়ে নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়। এসময় আমার কাছে থাকা ৩৮হাজার টাকা ছিনিয়ে নেয় তারা। তাদের হামলায় কালু মাঝির ডান হাত ভেঙ্গে যায় বলেও জানান তিনি।
পরে হামলায় গুরুত্বর আহত কালু মাঝিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
এদিকে জনবহুল বাজারের মধ্যে কালু মাঝির উপর হামলা ও ছিনতাইয়ের ঘটনায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।