বুধবার, ৬ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » কৃষক লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
কৃষক লীগের জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : সাদা পায়রা ও লাল-সবুজ বেলুন উড়িয়ে বাংলাদেশ কৃষক লীগের দশম জাতীয় সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার সকাল ১১টা ১০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করেন। দীর্ঘ সাত বছর পর অনুষ্ঠিত হচ্ছে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের ত্রিবার্ষিকী সম্মেলন।
এই সম্মেলনে অংশ নিতে সারাদেশ থেকে আসা নেতাকর্মীদের স্লোগান মুখরিত হয়ে উঠেছে রাজধানী সোহরাওয়ার্দী উদ্যান সম্মেলন স্থল। সম্মেলনে প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে সম্মেলন কাজ শুরু হয়।
বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশস্থলে আসেন। কৃষক বাড়ির আদলে সাজানো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে । সকাল থেকে কৃষক লীগের জাতীয় সম্মেলনের জন্য কেন্দ্রীয় ও তৃণমূলের নেতাকর্মীদের ভিড় বাড়তে শুরু করে। উদ্বোধনী পর্ব শেষে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কাউন্সিল অধিবেশনে নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব নির্বাচন করা হবে।
১৯৭২ সালের ১৯শে এপ্রিল দেশের অর্থনৈতিক মুক্তির কার্যক্রমে কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকলীগ প্রতিষ্ঠা করেন। এর প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন ১৫ই আগস্টে শহীদ কৃষক নেতা আবদুর রব সেরনিয়াবাত। প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত ৯ বার সম্মেলন হয়েছে কৃষক লীগের।