মঙ্গলবার, ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে স্বামী ও সতিনের হামলার শিকার বড় বউ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে স্বামী ও সতিনের হামলার শিকার বড় বউ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলায় দ্বিতীয় বিয়ের কারণ জানতে চেয়ে প্রতিবাদ জানালে প্রকাশ্যে প্রথম স্ত্রী রিভা চৌধুরীকে রাস্তায় ফেলে তার পাষন্ড স্বামী ফরিদ দালাল ওরফে ফরিদ পাটোয়ারী প্রকাশ্যে গলায় ওরনা পেচিয়ে পিটিয়ে জখম করেছে ।
সোমবার সকালে স্থানীয় কুঞ্জের হাট বাজারে ওই ঘটনা ঘটে। বর্তমানে আহত ওই গৃহবধূ বোরহানউদ্দিন হাসপাতালে মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। ভোলার বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন তিন সন্তানের জননী রিভা চৌধুরী জানান, বোরহানউদ্দিনের হাসাননগর ইউনিয়নের দুই নাম্বার ওয়ার্ডের মৎস্য ব্যবসায়ী ফরিদ পাটোয়ারীর ওরফে ফরিদ দালাল এর সাথে প্রায় বিশ বছর আগে পারিবারিক ভাবে তার বিয়ে হয়। তখন তার বাবার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি উপজেলার আলেকজান্ডার এলাকায়। তার ফুফা হাসাননগন ইউনিয়নের প্রায়াত চেয়ারম্যান আলমগীর চৌধুরী উপস্থিত থেকে তাদের বিয়ে হয়। বিয়ের পর তার স্বামী ফরিদ পাটোয়ারীকে ৫০ লাখ টাকা ,৪টি চেইন,১৯টি আংটি দেয়া হয়। কিন্তু গত প্রায় ৬ মাস আগে তার স্বামী ফরিদ পাটোয়ারী আরেকটি বিয়ে করেছেন বলে তিনি শুনতে পায়। ওই সময় থকে সে স্থানীয় কুঞ্জেরহাট বাজারে একটি বাসা ভাড়া করে দ্বিতীয় স্ত্রী নাসিমাকে নিয়ে থাকা শুরু করেন এবং প্রথম পক্ষের স্ত্রীর পরিবারের খোঁজ খবর নেয়া বন্ধ করে দেয়। এ নিয়ে কথা বললেই তাকে মারধর করে। দ্বিতীয় বিয়ের বিষয় নিশ্চিত হতে সোমবার সকাল ৭ টার দিকে প্রথম স্ত্রী রিভা চৌধুরী কুঞ্জের হাট বাজারে তার স্বামীর ভাড়া বাসায় গেলে তাকে দেখে ক্ষিপ্ত হয়ে উঠে তার স্বামী ফরিদ পাটোয়ারী। এক পর্যায়ে রিভাকে তার স্বামী ও সতিন এবং শ্বাশুরী, ননদ মিলে ঘরের ভিতর বেধরক মারধর করে। তাকে তার গলায় ওরনা ও বোরকা দিয়ে পেচিয়ে গলায় ফাঁস দিয়ে টেনে হেচরে রাস্তায় নিয়েও মারধর করেন। এসময় তার মুখ, হাত, পা জখম হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে নিয়ে আসে। এঘটনায় রিভা চৌধুরী মামলা করবেন বলেও জানান। রিভার ছেলে ফাদদিন জানান, হাসপাতালে তার মা ভর্তি রয়েছেন। তার মাকে মারধর করেছে। আব্বু বিয়ে করেছে বাসায় আসে না। এ নিয়েই আব্বু ও তার দ্বিতিয় স্ত্রী নাসিমা আমার মাকে পিটিয়ে জখম করেছে। অভিযুক্ত ফরিদ পাটোয়ারির সাথে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার ওসি এনামুল হক জানান, তার কাছে এ ঘটনায় এখনো কোন অভিযোগ আসেনি।