রবিবার, ৩ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে থানা ভবনের সন্নিকটে দোকান চুরি, মালামাল লুট।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে থানা ভবনের সন্নিকটে দোকান চুরি, মালামাল লুট।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি: ভোলার লালমোহন থানা ভবনের মাত্র কয়েক গজ দুরের একটি দোকানঘর চুরি ও মালামাল লুটের ঘটনা ঘটেছে।
শনিবার (২ নভেম্বর) গভীর রাতে থানা মোড় এলাকার মো: মাসুদের কনফেকশনারী দোকানে এ চুরির ঘটনা ঘটে।
দোকানি মাসুদ জানান, গতকাল রাত অনুমান পৌনে ১টার দিকে দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। সকাল ১০টার দিকে দোকান খুলে দেখি দোকানের পিছনের দরজা খোলা। কাছে গিয়ে দেখতে পাই দরজাটির শেকল ছিঁড়ে কেউ ভিতরে প্রবেশ করেছে। চোরচক্র দোকানের ক্যাশে থাকা দশ হাজার টাকা, প্রায় তিন হাজার টাকা মূল্যে সিগারেট ও অন্যান্য মালামাল নিয়ে গেছে বলেও জানান মাসুদ। স্বল্প পুঁজির দোকানের এমন দুধর্ষ চুরির ঘটনায় পথে বসেছেন দোকানি মাসুদ।
এদিকে লালমোহন থানা মোড় এলাকার একাধিক ব্যবসায়ী বলেন, এখানে চোরের উপদ্রব বেড়ে গেছে। প্রায় প্রতিদিনই ঘটছে চুরি বা চুরির চেষ্টার ঘটনা। গত কিছুদিন পূর্বে এ এলাকার সেলিমের দোকান, সামসুদ্দিনের চাকার দোকান ও আ: রহিমের চায়ের দোকানের তালা ভাঙ্গার চেষ্টার ঘটনাও ঘটেছে। তবে আজও পর্যন্ত চোরচক্রের কাউকে আটক বা শনাক্ত করা যায়নি। ফলে এ ঘটনা এখন অহরহই ঘটছে বলেও জানান তারা।
থানা ভবনের পাশে এবং দিনরাতের ব্যস্ততম এ এলাকায় অহরহ চুরির ঘটনায় হতবাক ব্যবসায়ীরা।