শনিবার, ২ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | মুক্তমত | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর।। লালমোহন বিডিনিউজ
সড়ক পরিবহন আইন মেনে চলার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ঢাকা : সড়ক পরিবহন আইন মেনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
শনিবার (২ নভেম্বর) সকালে পলিট্যাকনিক্যাল ইন্সটিটিউশনে আয়োজিত এক নবীন বরণ অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।
মন্ত্রী বলেন, “জরিমানা করে টাকা আদায় নয়, বরং মানুষকে নিয়ম মেনে চলতে অভ্যস্ত করতে কাজ করছে সরকার।”
তিনি আরো বলেন, জঙ্গি-সন্ত্রাস ও মাদক নিয়ন্ত্রণ করতে জিরো টলারেন্স নীতিতে রয়েছে সরকার।
শুদ্ধি অভিযান প্রসঙ্গে মন্ত্রী বলেন, যার নামে তথ্য পাওয়া যাবে তাকেই আইনের মুখোমুখি হতে হবে৷
এসময় সোশাল মিডিয়ায় কারও চরিত্র হনন বা বিব্রত করা থেকে বিরত থাকতে সবাইকে আহ্বান জানান তিনি।