বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ভুয়া র্যাব সদস্যসহ ৭ডাকাত গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
ভুয়া র্যাব সদস্যসহ ৭ডাকাত গ্রেফতার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)র পৃথক অভিযানে তিন ভুয়া র্যাব সদস্যসহ আন্তঃজেলা ডাকাত দলের ৭ সদস্যকে গ্রেফতার করা হয়েছে । বুধবার রাতে রাজধানীতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করে ডিবি উত্তর বিভাগ।
বিষয়টি নিশ্চিত করে ডিবির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ডিসি মাসুদুর রহমান জানান, গ্রেফতারকৃত সাতজনের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়্যারলেস, পিস্তল ও গুলি জব্দ করা হয়েছে।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।