বুধবার, ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লীগ এর উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
ভোলায় টুটুল স্মৃতি ফুটবল লীগ এর উদ্বোধন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : দ্বীপজেলা ভোলার কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর স্মরণে আয়োজিত ” টুটুল স্মৃতি ফুটবল লীগ ২০১৯” আজ থেকে মাঠে গড়িয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ভোলা গজনবী স্টেডিয়ামে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ১৫ দিন ব্যাপী এ ফুটবল লীগের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মৃধা মো: মুজাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা সদর উপজেলা চেয়্যারমান মো: মোশারেফ হোসেন, জেলা আওয়ামীলীগ এর সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব।
জেলা ফুটবল এসোসিয়েশন এর সভাপতি হামিদুল হক বাহালুল মোল্লা সভাপতিত্বে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক ইয়ারুল আলম লিটন এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি নজরুল ইসলাম গোলদার, ভোলা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়্যারমান মো: ইউনুছ, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি শফিকুল ইসলাম, আব্দুর রব স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ শাফিয়া খাতুন, ১নং ওয়াডের কাউন্সিলর মনজুর আলম, ৩নং ওয়াডের কাউন্সিলর সালাহউদ্দিন লিংকন, ৭ নং ওয়াডের কাউন্সিলর মো: শাহে আলম, ৮ নং ওয়াডের কাউন্সিলর আতিকুর রহমান প্রমুখ।
এসময় বক্তারা কৃতি ফুটবলার মরহুম মোশারেফ হোসেন টুটুল এর স্মৃতি বিজড়িত জীবন সম্পর্কে আলোচনা করার পাশাপাশি মাদক, ইভটিজিং ও জঙ্গিবাদ দমনে তরুন প্রজন্মকে আরো বেশি খেলাধুলায় সম্পৃক্ত হওয়ার আহবান জানান।
প্রথম দিনের কালিবাড়ী শামসুদ্দিন স্মৃতি সংঘ বনাম কানাইনগর অগ্নীবিনা সংঘের মধ্যে অনুষ্ঠিত খেলাযটি গোলশূন্য ড্র হয়।
ভোলা জেলা ফুটবল এসোসিয়েশন এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ট্রুনামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।