মঙ্গলবার, ২৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে নির্যাতন পরবর্তী যুবককে হত্যা চেষ্টার ভিডিও ভাইরাল।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে নির্যাতন পরবর্তী যুবককে হত্যা চেষ্টার ভিডিও ভাইরাল।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে এক অটোরিকশা চালককে নেশাজাতীয় দ্রব্য খাইয়ে গাছে বেঁধে নির্যাতন শেষে গলা টিপে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২৮ অক্টোবর) রাতে বোরহানউদ্দিনের সাচড়া ইউনিয়নের একটি নির্জন বাগানে এই ঘটনা ঘটে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে। নির্যাতিত অটোচালকের নাম মো: শাকিল (২৫)। তিনি ভোলা সদর উপজেলার আলী নগর ইউনিয়নের মৃত আবু সুফিয়ানের ছেলে।
মঙ্গলবার, নির্যাতিত যুবক শাকিলের একটি কান্নার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি নিয়ে এলাকায় নিন্দার ঝড় ওঠে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার রাতে ভোলা সদরের খেয়াঘাট থেকে দু’জন যাত্রী তাকে বাঘমারা ব্রিজ এলাকায় যাওয়ার কথা বলে ভাড়া করেন। নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার পর ওই দুই যাত্রী হাত পা রশি দিয়ে বেঁধে তাকে নির্যাতন করে। এছাড়াও, তাকে জোর করে নেশাজাতীয় দ্রব্য পান করিয়ে অজ্ঞান করে ফেলে।
এরপর, অটোরিকশাসহ শাকিলকে বোরহানউদ্দিন উপজেলার সাচড়া ইউনিয়নের একটি নির্জন বাগানে নিয়ে সুপারি গাছের সাথে বেঁধে গলা টিপে হত্যার চেষ্টা চালায় তারা। তখন শাকিল জীবন বাঁচাতে চিৎকার করলে স্থানীয়রা ছুটে আসতে শুরু করে। এসময়, ওই দুই দুর্বৃত্ত পালিয়ে যায়। পরে, স্থানীয়রা শাকিলকে বাঁধা অবস্থায় উদ্ধার করে পুলিশে খবর দেয়।
বোরহানউদ্দিন থানার ওসি মো: এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ‘শাকিলকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যে দুই যাত্রী তাকে ভাড়া করে এ ঘটনা ঘটিয়েছে শাকিল তাদের চিনেন না। তবে, দেখলে চিনতে পারবেন বলে জানিয়েছেন।’
শাকিলকে হত্যার উদ্দেশ্যে নাকি অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। আমরা বিষয়টি তদন্ত করে দেখছি। তবে, শাকিলের পরিবারের পক্ষ থেকে এখনও থানায় কোনো অভিযোগ দায়ের করা হয়নি বলেও জানান ওসি।