মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিক্ষা | শিরোনাম | সর্বশেষ » আগামীকাল নতুন এমপিওভূক্ত প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
আগামীকাল নতুন এমপিওভূক্ত প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করবেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বুধবার (২৩ অক্টোবর) নতুন এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা ঘোষণা করবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।
মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে, রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে গণমাধ্যম প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, যোগ্যতার মানদণ্ডে উত্তীর্ণ শিক্ষা প্রতিষ্ঠানগুলোকেই এমপিওভূক্ত করা হচ্ছে। মানদণ্ডের বাইরে কোন প্রতিষ্ঠানেরই এমপিওভূক্তির সুযোগ নেই।
দীপু মনি আরো বলেন, প্রতিবছরই যে সব শিক্ষা প্রতিষ্ঠান যোগ্যতার প্রমাণ দিতে পারবে সেসব প্রতিষ্ঠানকেই এমপিওভূক্ত করা হবে। সুতরাং যারা অনশন করছেন তাদের উচিত হবে স্ব স্ব প্রতিষ্ঠানর ফিরে গিয়ে নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়নে কাজ করা। রাজনৈতিক বিবেচনায় কোনও শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভূক্ত করা হচ্ছে না বলে জানান তিনি।
আগামী জুলাই থেকে এমপিও কার্যকর হবে। তবে যদি কোনও এমপিওভূক্ত শিক্ষা প্রতিষ্ঠান মানদণ্ড ধরে রাখতে না পারে তাহলে তাদের এমপিও বাতিল করা হবে।