শুক্রবার, ২৪ জুলাই ২০১৫
প্রথম পাতা » লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে সার্কেল এসপির নেতৃত্বে অবৈধ হোন্ডা আটক
লালমোহনে সার্কেল এসপির নেতৃত্বে অবৈধ হোন্ডা আটক
লালমোহন বিডিনিনউজ ডেস্ক: লালমোহনে অবৈধ হোন্ডা আটকের অভিযান অব্যাহত রয়েছে। গতকাল লাঙ্গল খালী ব্রিজের দক্ষিন পাশে ভোলা চরফ্যাশন মহাসড়কে মিঝি বাড়ীর মোড়ে লালমোহন সার্কেল এসপি রফিকুল ইসলামের নেতেৃত্বে থানা পুলিশ অভিযান পরিচালনা করে। অভিযানে ব্যাপক রেজিট্রেশন বিহীন অবৈধ হোন্ডা আটক করা হয়। এদিকে হোন্ডা অভিযানের কারনে ভাড়ায় চালিত হোন্ডা ড্রাইভাররা বিপাকে পড়েছে। ভাড়ায় চালিত অনেক হোন্ডা অবৈধ ভাবে শুল্ক বিহীন টানা গাড়ি হওয়ায় তাদের রেজিট্রেশন করাতে না পেরে তারা এখন বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে না খেয়ে দিন অতিবাহিত করছে বলে অনেকে অভিমত ব্যাক্ত করেন। এদিকে সা র্কেল এসপি নিজে অভিযানে থাকায় সাধারন মানূষ তাকে সাধুবাধ জানিয়েছেন। অন্যদিকে থানার আশপাশে হোন্ডা ছাড়াও মাইক্রোবাস, টমটম, অটোবাইক, কেকরাটলি, টেম্পু থাকলেও তাদের বিরুদ্বে কোন অভিযান পরিচালনা না করে শুধুমাত্র হোন্ডার অভিযান করায় অনেকে ক্ষোভ প্রকাশ করেন। সচেতন মহল মনে করে আগে থানার আশপাশের অবৈধ যান বন্দ করে তার পরে থানা পুলিশের রাস্তায় নাম উচিত।