
মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » মেঘনা ও তেঁতুলিয়ায় চলছে মা ইলিশ নিধনযজ্ঞ।। লালমোহন বিডিনিউজ
মেঘনা ও তেঁতুলিয়ায় চলছে মা ইলিশ নিধনযজ্ঞ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, সালাম সেন্টু : ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার্থে সরকার কর্তৃক নিষেধাজ্ঞা অমান্য করে ভোলার লালমোহনের মেঘনা ও তেঁতুলিয়ায় অবাধে ইলিশ ধরছে জেলেরা। মা ইলিশ নিধনরোধে সংশ্লিষ্ট কতৃপক্ষের কোন ভূমিকা বা অভিযান নেই বললেই চলে।
সোমবার ও মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা যায়, মেঘনা ও তেঁতুলিয়ায় জেলেরা মাছ ধরছে আর স্বাচ্ছন্দে সেই মাছ হাঁক ডেকে বিক্রি করছে। মাছ বিক্রি শেষেই আবার নদীতে চলে যাচ্ছে মাছ শিকারে। ঘাট এলাকায় এসব মাছ না তুললেও মেঘনার চোরার খাল, মিয়ারখাল, সরদারের খাল, বুড়িরদোন, ডগিরখাল, কাঠির মাথাসহ একাধিক স্থান দিয়ে মাছ তুলছে জেলেরা। আগের তুলনায় মাছের দাম কম পাওয়ায় ক্রেতারা ঝুঁকছেন মাছ ক্রয়ে। এসব স্থানে মাছের জন্য অপেক্ষমান ক্রেতাও থাকে লক্ষনীয়।
সূত্র জানায়, মাছ নিধনরোধে ঢিলেঢালা অভিযান আর সংশ্লিষ্ট কিছু অসাধু কর্মকর্তাদের সাথে আঁতাত করে জেলেদের কে নদীতে নামতে সাহায্য করছে স্থানীয় কিছু প্রভাবশালী মহল। বিনিময়ে জেলেদের কাছ থেকে বিক্রি পরিমান অংক লুফে নিচ্ছে প্রভাবশালী মহলটি।
এ ব্যাপারে জানতে চাইলে লালমোহন উপজেলা মৎস্য অফিসার সুদীপ্ত মিশ্র জানান, এটা অভিয়ান হবে । আমরা শুনেছি। আমাদের রেগুলার যে অভিযান হয় এটার পরে আমরা উপরেও অভিযান চালাবো। আজকেও কিছু জাল ও নৌকা আটক করা হয়েছে। গতকালও অভিযান হয়েছে। গতকাল পৌরসভা নির্বাচন থাকায় আমাদের অভিযানে একটু সমস্যা হয়েছে। এখন থেকে আমাদের অভিযান নিয়মিত চলবে।