বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনকারী এ প্রজন্ম ও ইতিহাসের অংশ হয়ে থাকবে।। লালমোহন বিডিনিউজ
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপনকারী এ প্রজন্ম ও ইতিহাসের অংশ হয়ে থাকবে।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সাড়া দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন, তারা যেমন ইতিহাসের পাতায় অংশ হয়ে থাকবেন, তেমনি আমরা যারা মুক্তিযুদ্ধ দেখিনি, যারা বঙ্গবন্ধুর ডাকে মুক্তিযুদ্ধ করার সৌভাগ্য হয়নি, আমাদের একটি সুযোগ এসেছে, আমরা যারা বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী পালন করতে পারছি, তারাও ইতিহাসের অংশ হিসেবে থাকতে পারবো। এটা আমাদের সৌভাগ্য।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) লালমোহন উপজেলার বদরপুরে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন ও আওয়ামীলীগের জাতীয় সম্মেলন সফল করার লক্ষে আয়োজিত তৃণমূলের কর্মীসভায় এসব কথা বলেন তিনি।
বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে লালমোহন-তজুমদ্দিনে বছরব্যাপী কর্মসূচীর কথা জানিয়ে সাংসদ শাওন আরও বলেন, লালমোহন তজুমদ্দিনের যে সকল মুক্তিযোদ্ধাগণ রয়েছেন, আমরা তাদের জীবনী সংরক্ষণ করবো। এছাড়াও এ এলাকার শহীদ পরিবারের তালিকা করা হবে। ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শহীদ পরিবারগুলোকে ঘর তৈরিসহ বিভিন্ন সহযোগিতা করেছি। এ বিষয়গুলোকে জাতির সামনে তুলে ধরতে হবে। মুক্তিযোদ্ধাদের কে প্রধানমন্ত্রী যেভাবে মূল্যায়িত করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা, মুক্তিযোদ্ধার সন্তানদের চাকরিসহ বিভিন্ন সহযোগিতা করেছেন। প্রধানমন্ত্রীর এসকল কর্মগুলোকে তৃণমূলেের মানুষের কাছে তুলে ধরতে হবে।
নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, আজ বঙ্গবন্ধুর অবর্তমানে যাঁর মধ্যে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি দেখতে পাই, তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশে সু-শাসন প্রতিষ্ঠা হচ্ছে। দেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। মাঝে আমরা দেখতে পাই।
তৃণমূলের কর্মীসভায় উপস্থিত ছিলেন, লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) দিদারুল ইসলাম অরুন, তজুমদ্দিন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সোহেল, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল প্রমুখ।