বৃহস্পতিবার, ১০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এরশাদপুত্র সাদ।। লালমোহন বিডিনিউজ
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন এরশাদপুত্র সাদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রংপুর-৩ সংসদীয় আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন এরশাদপুত্র সাদ এরশাদ।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) দুপুর ১২টা ০৫ মিনিটে তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। সংসদ সচিবালয়ে স্পিকারের কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সাদ এরশাদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে স্পিকারের কাছে শপথ নেয়ার বাধ্যবাধকতা রয়েছে। এরশাদ গত ১৪ই জুলাই চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে মারা গেলে এ আসনটি শূন্য ঘোষণা করা হয়। পরে, রংপুর-৩ আসনে শনিবার উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে, সাদ এরশাদ জাতীয় পার্টির প্রার্থী হিসেবে লাঙল প্রতীকে নির্বাচিত হন।