রবিবার, ৬ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | রাজনীতি | শিরোনাম | সর্বশেষ » জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন তাঁর সুযোগ্য কন্যা শেখ হাসিনা-সাংসদ শাওন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবর্তমানে তাঁর স্বপ্ন বাস্তবায়নের লক্ষে কাজ করে যাচ্ছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রবিবার (৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় শারদীয় দূর্গা পূজা উৎসব উপলক্ষে তজুমদ্দিন উপজেলাধীন দাসের হাট সার্বজনিন পূজা ম-প পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাংসদ শাওন বলেন, জাতির পিতার দৃঢ় স্বপ্ন অর্থনৈতিক মুক্তি, সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষে তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা সকলে তাঁকে সহযোগিতা করা উচিত।
ইনশাআল্লাহ খুব শিগ্রই দুর্নীতি, সন্ত্রাস, মাদক ও জঙ্গীবাদসহ সকল অসামাজিক কার্যকলাপমুক্ত একটি জ্ঞান নির্ভর সমৃদ্ধ বাংলাদেশে রুপান্তর হবে।
এসময় উপস্থিত ছিলেন, তজুমদ্দিন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন দুলাল, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, লালমোহন পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদল, তজুমদ্দিন যুব মহিলালীগ সভাপতি কোহিনুর বেগম শিলা, সাধারণ সম্পাদক মিনারা বেগম মিনা প্রমুখ।