বুধবার, ২ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা নির্বাচন না জানিয়ে মামলার স্বাক্ষী করায় কাউন্সিলর প্রার্থীর স্বামীর সংবাদ সম্মেলন।। লালমোহন নিউজ
লালমোহন পৌরসভা নির্বাচন না জানিয়ে মামলার স্বাক্ষী করায় কাউন্সিলর প্রার্থীর স্বামীর সংবাদ সম্মেলন।। লালমোহন নিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে ১,২,৩ নং ওয়ার্ড সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদ্বয়ের সমর্থকদের মধ্যে সংঘর্ষ পরবর্তী মামলায় না জানিয়ে স্বাক্ষী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন একই ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী সুফিয়া বেগম নাজমার স্বামী মোঃ জহির হাওলাদার।
বুধবার ( ২ অক্টোবর) দুপুরে জহির হাওলাদারের নিজস্ব অফিসে সংবাদ সম্মেলন করেন তিনি।
সংবাদ সম্মেলনে মোঃ জহির হাওলাদার অভিযোগ করে বলেন, গত শুক্রবার পৌর ২নং ওয়ার্ড এলাকায় ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী জবাফুল প্রতীকের জান্নাত ও আনারস প্রতীকের ফেরদৌস আরার সমর্থকদের মধ্যে সংঘর্ষের সৃষ্টি হয়। ওই ঘটনায় কোর্টে মামলা দায়ের করা হয়েছে। লোক মুখে শুনেছি, আমি ওই ঘটনার প্রত্যক্ষদর্শী বা জ্ঞাত না থাকা স্বত্তেও আনারস প্রতীকের প্রার্থী ফেরদৌস আরার স্বামী শফিউল্লাহ হাওলাদার আমাকে স্বাক্ষী হিসেবে তাদের মামলায় উল্লেখ করেছেন।
জহির হাওলাদার বলেন, একই ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী হিসেবে অটোরিক্সা প্রতীক নিয়ে আমার স্ত্রী সুফিয়া বেগম নাজমা ও প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মামলায় আমাকে স্বাক্ষী রাখায় আমাদের নির্বাচনী প্রচারণায় প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে। এলাকায় আমার সম্মান ক্ষুন্ন হচ্ছে। আমাকে না জানিয়ে সম্মতি ছাড়া স্বাক্ষী হিসেবে মামলায় উল্লেখ করায় আমি এমন ন্যাক্কারজনক ঘটনার তিব্র নিন্দা জানাচ্ছি।
ওই মামলায় স্বাক্ষী থেকে অব্যাহতির দাবি জানিয়ে জহির হাওলাদার তার স্ত্রী ও অটোরিক্সা প্রতীকের সমর্থকদের গুজবে কান দেয়ার আহবান জানান এবং সকলের কাছে দোয়া ও ভোট প্রার্থনা করেন।