
মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাসা থেকে বিষাক্ত সাপ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে ব্যবসায়ীর বাসা থেকে বিষাক্ত সাপ উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডের মাতাব্বর বাড়ীতে ব্যবসায়ী ফরিদ মাতাব্বরের বাসায় বিষাক্ত গড়াইশ সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি মেরে ফেলা হয়। মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় মাতাব্বর বাড়ি থেকে সাপটি উদ্ধার করা হয়।
মুদি দোকান ব্যবসায়ী ফরিদ মাতাব্বর বলেন, মঙ্গলবার সন্ধ্যায় বিষাক্ত সাপটি তাদের বাসায় এসে তাদেরকে আঘাত করার চেষ্টা করে। পরে সাপটি দেখে ডাক চিৎকারে আস-পাশের লোক এসে সাপটি উদ্ধার করে। এসময় তাদের পিটুনিতে সাপটি মারা যায়। উপস্থিত জনতা সাপাটি দেখতে ভিড় করেন। তবে বিষাক্ত সাপ আতংকে রয়েছেন ওই বাড়ির লোক জন।