মঙ্গলবার, ১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা নির্বাচন প্রচারণাকালে হামলার অভিযোগে মোখলেছ বকশীর পাল্টা সংবাদ সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভা নির্বাচন প্রচারণাকালে হামলার অভিযোগে মোখলেছ বকশীর পাল্টা সংবাদ সম্মেলন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদ মাষ্টারের নেতৃত্বে হামলার অভিযোগ এনে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ মোখলেছ বকশী।
মঙ্গলবার বিকেল ৫টায় লালমোহন প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে মোখলেছ বকশী বলেন, গত ২৮ সেপ্টেম্বর আমার নির্বাচনী প্রচারণাকালে প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদের নেতৃত্বে তার সন্ত্রাসী বাহিনী আমাকেসহ আমার কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এতে আমার ১৪জন কর্মী গুরুত্বর আহত হন। আহতরা লালমোহন, ভোলা ও আশঙ্কাজনক দুইজনের মধ্যে আওলাদ বরিশাল ও আমার মামা আমিন বকশী ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।
মোখলেছ বকশী আরও বলেন, আমার বিরুদ্ধে বহিরাগত হেলমেট বাহিনী নিয়ে নির্বাচনে আচরণ বিধি লংঘন করার মিথ্যে অভিযোগ তুলে গতকাল (সোমবার) প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফরিদ মাষ্টার সংবাদ সম্মেলন করেছেন। বস্তুত “চোরের মায়ের বড় গলা।” সে (ফরিদ মাষ্টার) নিজেই একজন সন্ত্রাসী এবং হেলমেট বাহিনী নিয়ে প্রকাশ্যে আমার কর্মী সমর্থক ও ভোটারদের ভয় ভীতি প্রদর্শন করছেন। তার সন্ত্রাসী বাহিনীর তান্ডবে আমার পরিবার নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছি।
নির্বাচনে সন্ত্রাসমুক্ত ও সুষ্ঠ পরিবেশ নিশ্চিতকরণে নির্বাচন কমিশন ও আইন শৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপও কামনা করেন ১১নং ওয়ার্ড কাউন্সিলর ও “উট পাখি” প্রতীকের প্রার্থী মোঃ মোখলেছ বকশী।