রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার পৌর ৪ নং ওয়ার্ডে জমি সংক্রান্ত বিরোধে হামলায় মৃত ইয়াসিন পঞ্চায়েতের ছেলে ইসমাইল পঞ্চায়েত (৫০) কে লোহার সাবল ও রড দিয়ে পিটিয়ে দুটি পাঁ থেতলে দিয়েছে ও পুরো শরিলে কাটা রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
গত বুধবার বিকাল ৩টায় উত্তোর বাসষ্ট্যান্ড এলাকার ষ্টিলের ব্রীজ সংলগ্ন রাস্তার উপর থেকে প্রতিপক্ষরা জোরপূর্বক ধরে নিয়ে তাদের বাড়িতে এ হামলা চালায়। জমি বিরোধে একই এলাকার তাদের প্রতিপক্ষ নেসার উদ্দিন পঞ্চায়েতের ছেলে নুরুন্নবী (২৮), রিপন (২০) ও নেসার উদ্দিন পঞ্চায়েতের স্ত্রী লাইলি বেগম লোহার সাবল ও রড দিয়ে পিটিয়ে হাটুর নিচে দুটি পা থেতলে দিয়েছে ও পুরো শরিরে কাটা রক্তাক্ত জখম করেছে। স্থানীয় লোক উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। পরে তার চিকিৎসার উন্নতি না হলে তাকে গুরুতর অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা একটি হাসপাতালে রেফার করেন। আহত ইসমাইল পঞ্চায়েতের মেয়ে জান্নাত বেগম বলেন, আমি ও আমার বোন মিলে মোট ৮ শতাংশ জমি ক্রয় করি। আমার বাবা ইসমাইল পঞ্চায়েত আমাদের জমি দেখাশুনা করেন। আমাদের জমির উপর থাকা আমাদের একটি মেহগুনি গাছ কাটেন আমার বাবা। পরে আমাদের প্রতিপক্ষ নুরুন্নবী, রিপন ও তার মা মিলে আমাদের ওই গাছটি চুরি করে নিয়ে যায়। আমার বাবা আমাদের চুরি হওয়া গাছটি খোজা-খুাঁজি করলে তারা ক্ষিপ্ত হয়ে আমার বাবাকে হত্যার উদ্দেশ্যে রাস্তার উপর থেকে ধরে তাদের বাড়িতে নিয়ে লোহার সাবল ও রড দিয়ে পিটিয়ে দুটি পা ভেঙ্গে দেয় এবং পুরো শরিলে কাটা রক্তাক্ত জখম করে। আমরা প্রথমে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করি। পরে তার চিকিৎসার উন্নতি না হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠাই।
এ ব্যাপারে তাদের প্রতিপক্ষ নুরুন্নবীর কাছে জানতে চাইলে তাকে খুঁজে পাওয়া যায়নি তবে তার মা লাইলি বেগম বলেন, আমরা তাদের কাছে জমি পাবো। আমার ছেলে যদি তার গাছ এনে থাকে তাহলে আমাকে বলতে পারত। আমি বিষয়টি সমাধান করতাম। তিনি সেটা না করে আমার বাড়িতে এসে গালি দিয়েছে। আমার ছেলেরা বাড়িতে ছিল পরে মারা মারি হয়েছে। বিষয়টি আমাদের পারিবারিক। এলাকার কমিশনার বিচার করবে।
এ রিপোট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।