শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে পৌর নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে পৌর নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, শাহিন কুতুব : ভোলার লালমোহন পৌরসভা নির্বাচন উপলক্ষে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার (লালমোহন পৌরসভা নির্বাচন) এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
লালমোহন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র, ওয়ার্ড কাউন্সিলর ও সংরক্ষিত ওর্য়াড কাউন্সিলর প্রার্থীগণের অংশগ্রহণে মতবিনিময় সভায় নির্বাচনে আচরণ বিধি প্রতিপালন সংক্রান্ত আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার (লালমোহন পৌরসভা নির্বাচন) আলাউদ্দিন আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল হাসান রুমি, অতিরিক্ত পুলিশ সুপার (লালমোহন সার্কেল) মো. রাসেলুর রহমান, লালমোহন উপজেলা নির্বাচন অফিসার আমির খসরু গাজী, অফিসার ইনচার্জ (ওসি) মীর খাইরুল কবীর।