
সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভা নির্বাচনে প্রার্থীদের প্রতীক বরাদ্দ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে লালমোহন উপজেলা নির্বাচন অফিসে প্রতীক বরাদ্দ দেয়া হয়।
মেয়র পদে প্রতীক পেলেন যারা: লালমোহন পৌরসভার মেয়র পদে নৌকা প্রতীক পেলেন আওয়ামীলীগ মনোনিত প্রার্থী ও বর্তমান মেয়র এমদাদুল ইসলাম তুহিন এবং ধানের শীষ প্রতীক পেলেন জাতীয়তাবাদি দল (বিএনপি)র মনোনিত প্রার্থী ওপ প্রয়াত সাবেক মেয়র এনায়েত কবীরের ছোট ভাই সোহেল আজিজ শাহিন।
কাউন্সিলর প্রার্থী (সাধারণ) পদে প্রতীক পেলেন যারা: পৌরসভা ১নং ওয়ার্ডে বিনা প্রতিদ্বন্দিতায় রয়েছেন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের।
২নং ওয়ার্ড কাউন্সিলর পদে “ডালিম” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর মো: হেলাল উদ্দিন, “পাঞ্জাবি” প্রতীক পেলেন বজলুর রহমান পঞ্চায়েত ও “উট পাখি” প্রতীক পেলেন আনিচল হক।
৩নং ওয়ার্ড কাউন্সিলর পদে “পাঞ্জাবি” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর মো: আজাদ, “ব্লাক বোর্ড” প্রতীক পেলেন প্রেসক্লাব সভাপতি মো: আ: সাত্তার, “উট পাখি” প্রতীক পেলেন মো: কাজী জাফর, “ব্রিজ” প্রতীক পেলেন রুহুল কুদ্দুস রিয়াজ, “ডালিম” প্রতীক পেলেন মো: শাহাবুদ্দিন, “টেবিল ল্যাম্প” প্রতীক পেলেন ইকবাল হোসেন জসিম, “পানির বোতল” প্রতীক পেলেন ওহিদুর রহমান ও “টিউব লাইট” প্রতীক পেলেন আবুল বাশার।
৪নং ওয়ার্ড কাউন্সিলর পদে “উট পাখি” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর মো: মনিরুজ্জামান খোকন, “ডালিম” প্রতীক পেলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রায়হান মাসুম ও “পানির বোতল” প্রতীক পেলেন পৌর যুবদল সাধারণ সম্পাদক মো: মাকছুদ আহম্মেদ।
৫নং ওয়ার্ড কাউন্সিলর পদে “ডালিম” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর মো: ইমাম হোসেন হাওলাদার, ও “উট পাখি” প্রতীক পেলেন লালমোহন করিমুন্নেছা-হাফিজ মহিলা কলেজের প্রভাষক মো: রিয়াজ উদ্দিন হাওলাদার।
৬নং ওয়ার্ড কাউন্সিলর পদে “টিউব লাইট” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর রঞ্জয় কুমার দাস, “ডালিম” প্রতীক পেলেন সাবেক কাউন্সিলর জহিরুল ইসলাম মাসুদ পাটোয়ারী, “উট পাখি” প্রতীক পেলেন সিরাজুল ইসলাম পঞ্চায়েত, “টেবিল ল্যাম্প” প্রতীক পেলেন আল আমিন মামুন, “পাঞ্জাবি” প্রতীক পেলেন জয়ন্ত চন্দ, “পানির বোতল” প্রতীক পেলেন হুমায়ুন কবির ও “ব্লাক বোর্ড” প্রতীক পেলেন আ: হালিম আল মামুন।
৭নং ওয়ার্ড কাউন্সিলর পদে “টেবিল ল্যাম্ব” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর জাহেদুল ইসলাম নবীন, “উট পাখি” প্রতীক পেলেন রাশেদুল ইসলাম, “পানির বোতল” প্রতীক পেলেন মিজান হাওলাদার ও “ডালিম” প্রতীক পেলেন সোহেল আহম্মেদ।
৮নং ওয়ার্ড কাউন্সিলর পদে “টেবিল ল্যাম্ব” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর সাইফুল কবির, “ডালিম” প্রতীক পেলেন যুবলীগ নেতা জিয়াউল হক জিয়া, “উট পাখি” প্রতীক পেলেন কামরুল ইসলাম মাজেদ, “পানির বোতল” প্রতীক পেলেন মো: রাশেদুল ইসলাম ও “ব্রিজ” প্রতীক পেলেন মো: হাসনাইন।
৯নং ওয়ার্ড কাউন্সিলর পদে “ডালিম” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর আ: হাসেম মাষ্টারের বড় ছেলে শামসুল আলম মঞ্জু, “ব্লাক বোর্ড” প্রতীক পেলেন মহিলালীগ নেত্রী সালমা জাহান বুলু, “টেবিল ল্যাম্ব” প্রতীক পেলেন মো: ইকবাল হোসেন ও “উট পাখি” প্রতীক পেলেন মো: আনোয়ার হোসেন মিলন।
১০ নং ওয়ার্ড কাউন্সিলর পদে “উট পাখি” প্রতীক পেলেন মো: সিরাজ মাতাব্বর, “ডালিম” প্রতীক পেলেন মো: নিরব হোসেন ও “পাঞ্জাবী” প্রতীক পেলেন মো: শাহাবুদ্দিন।
১১ নং ওয়ার্ড কাউন্সিলর পদে “ঢেঁড়স” প্রতীক পেলেন প্রভাষক মো: জাকির হোসেন, “টেবিল ল্যাম্ব” প্রতীক পেলেন মো: আ: হাসেম, “ডালিম” প্রতীক পেলেন মো: ফরিদ উদ্দিন, “উট পাখি” প্রতীক পেলেন মো: মোখলেছ বকশী ও “পাঞ্জাবি” প্রতীক পেলেন মো: সাইদুল ইসলাম মাসুদ।
১২ নং ওয়ার্ড কাউন্সিলর পদে “পাঞ্জাবি” প্রতীক পেলেন উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক মো: জসিম উদ্দিন, “ডালিম” প্রতীক পেলেন মো: কামাল হোসেন ও “উট পাখি” প্রতীক পেলেন মো: হারুন।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১,২,৩ নং ওয়ার্ডে “অটো রিক্সা” প্রতীক পেলেন সুফিয়া বেগম নাজমা, “চশমা” প্রতীক পেলেন রোকেয়া বেগম, “আনারস” প্রতীক পেলেন ফেরদাউস আরা ও “জবা ফুল” প্রতীক পেলেন জান্নাতুল ফেরদৌস।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৪,৫,৬ নং ওয়ার্ডে “চশমা” প্রতীক পেলেন কাজল রেখা, ” আনারস” প্রতীক পেলেন পারভীন আক্তার ও “অটো রিক্সা” প্রতীক পেলেন লুৎফা বেগম। সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ৭,৮,৯ নং ওয়ার্ডে “অটো রিক্সা” প্রতীক পেলেন বর্তমান কাউন্সিলর নীলিমা বেগম ও “আনারস” প্রতীক পেলেন দুলি বেগম।
সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০,১১,১২ নং ওয়ার্ডে “অটো রিক্সা” প্রতীক পেলেন ইয়ানুর বেগম, “জবা ফুল” প্রতীক পেলেন কাজল রেখা, “চশমা” প্রতীক পেলেন ফেরদৌস বেগম ও “আনারস” প্রতীক পেলেন রাশেদা খানম।
উল্লেখ্য, আগামী ১৪ অক্টোবর এ পৌরসভায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে এবং ব্যালট নয় এবার সমগ্র পৌরসভারয় ইভিএম এ ভোট গ্রহণ হবে বলে জানান জেলা নির্বাচন অফিসার আলাউদ্দিন আল মামুন।