সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | তথ্যপ্রযুক্তি | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে উপজেলা নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে কোষ্ট ট্রাষ্ট (সিইপিআই) প্রকল্পের উদ্যোগে ও বঞ্চিতজনের অধিকার প্রকল্প (মানুষের জন্য ফাউন্ডেশনের) সহযোগিতায় নাগরিক ফোরামের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নাগরিক ফোরামের সভাপতি আফরোজ ইয়াসমিন শিখার সভাপতিত্বে ও নাগরিক ফোরামের সাধারণ সম্পাদক এইচ এম বাদশা মিয়া হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার এ এফ এম শাহাবুদ্দিন।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা সমাজসেবা অফিসার খান জসিম উদ্দিন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ পলাম সরকার, উপজেলা কো অর্ডিনেটর (এলজিসি প্রোগ্রাম) মোফাজ্জেল হক, প্রোগ্রাম অফিসার (কোষ্ট ট্রাষ্ট) মোঃ সেলিম, নাগরিক ফোরামের লালমোহন উপজেলার সকল ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদকগণসহ অন্যান্য নেতৃবৃন্দ।