শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বিভাগের খবর | রাজনীতি | রাজশাহী | শিরোনাম | সর্বশেষ » চাঁদা দাবির অভিযোগ: কুষ্টিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আটক।। লালমোহন বিডিনিউজ
চাঁদা দাবির অভিযোগ: কুষ্টিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : চাঁদা দাবির অভিযোগে কুষ্টিয়া সদর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ইসলামী বিশ্ববিদ্যালয় থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত জানান, চাঁদা চাওয়ার অভিযোগে তাকে আটক করা হয়েছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ে অশান্ত পরিবেশ সৃষ্টি, টেন্ডারবাজির অভিযোগ রয়েছে যুবলীগের এই নেতার বিরুদ্ধে।
এছাড়াও ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মধ্যে সৃষ্ট বিভেদকে কেন্দ্র করে ক্যাম্পাস এলাকায় অশান্ত পরিবেশ তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।