বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ওয়েষ্টার্ণ পাড়ায় এএসপি অফিস রাখার দাবি ব্যবসায়ীদের।। লালমোহন বিডিনিউজ
ওয়েষ্টার্ণ পাড়ায় এএসপি অফিস রাখার দাবি ব্যবসায়ীদের।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ৭/৮ বছর লালমোহন পৌরসভা ৮নং ওয়ার্ড ওয়েষ্টার্ণ পাড়া এলাকায় অবস্থিত এএসপি অফিস অনত্র স্থানান্তরে অনিহা প্রকাশ করে ওয়েষ্টার্ণ পাড়ায় এএসপি অফিস রাখার দাবি জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ীগণ।
ব্যবসায়ীরা জানান, এএসপি অফিস (লালমোহন সার্কেল) ওয়েষ্টার্ণ পাড়ায় থাকার ফলে বিভিন্ন অনিয়ম ও অপরাধীদের হাত থেকে মুক্ত ছিলাম আমরা। এ এলাকায় অপরাধীরা কোন অপরাধ সংগঠিত করার সাহস পায়নি আর পাবেও না। তাই এএসপি অফিস এখানেই থাকবে এটাই আমাদের দাবি। ওয়েষ্টার্ণ পাড়ায় এএসপি অফিস রাখার দাবিটি এএসপি রাসেলুর রহমান এর কাছে তুলে ধরলে তিনি আমাদের কে আস্বস্ত করেছেন বলেও জানান ব্যবসায়ীরা।
এসময় উপস্থিত ছিলেন, পৌর ৮নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুল কবির, ওয়েষ্টার্ণ পাড়া ব্যবসায়ী সমিতির সভাপতি ডা: মাহবুব, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানসহ সকল ব্যবসায়ী ও স্থানীয় জনগণ।