
মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | মুক্তমত | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে এতিম মেয়ের বিয়ে দিলেন ডাঃ আবুল কালাম আজাদ।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে এতিম মেয়ের বিয়ে দিলেন ডাঃ আবুল কালাম আজাদ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে তানিয়া নামের এক এতিম মেয়েকে আনুষ্ঠানিক ভাবে বিয়ে দিয়ে মানবতা দেখালেন ভোলার বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো)। গত ১১ সেপ্টেম্বর (বুধবার) ফুড পার্ক চাইনিজ এন্ড বিরানী হাউজে ডাঃ আবুল কালাম আজাদের সহযোগিতায় আনুষ্ঠানিক ভাবে বিয়ে হয় এতিম মেয়ে তানিয়ার।
এতিম তানিয়া ২০১৮ সালে আত্মহত্যার উদ্দ্যেশ্যে হাকিমুদ্দিন লঞ্চঘাটে মেঘনা নদীতে ঝাঁপ দেয়। পরে নৌপুলিশসহ স্থানীয়রা তাকে উদ্ধার করে বোরহানউদ্দিন হাসপাতালে ভর্তি করেন। কোথায়ও আশ্রয় না পেলেও হাসপাতালে দুবেলা ভাত খাওয়ার জন্য সেখানেই থেকে যান আশ্রয়হিন এতিম মেয়ে তানিয়া।
পরে দৌলতখান উপজেলার পশ্চিম জয়নগর গ্রামের রফিকুল ইসলামের ছেলে আক্তার হোসেন এর সাথে বিবাহের আয়োজন করেন হাসপাতালের ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো)।
জানা যায় ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো) তার সহযোগিতায় বোরহানউদ্দিন উপজেলায় এতিম ৩ জন মেয়েকে বিবাহ দেন। বেকার এক এতিম যুবককে চালের দোকান দিয়ে কর্মসংস্থান তৈরিতে সহযোগিতা করেন। ১০ জন এতিম ছেলেকে লেখা-পড়া করার জন্য সহযোগিতা করে আসছেন। তার এই মানবতা দেখে সচেতন মহল বলেন, বোরহানউদ্দিন হাসপাতালের একজন ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো) সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি মানবতার পরিচয় দিয়েছেন। তার এই মানবতা দেখে যেন সমাজের বিত্তশালিরাও মানবতায় এগিয়ে আসেন। ডাঃ আবুল কালাম আজাদ (স্যাকমো) বলেন, আমার বেতনের অর্ধেক টাকা আমি গরিব ও এতিমদেরকে সহযোগিতা করি, আমি মরার পরে কবরে টাকা পয়সা কিছুই নিতে পারব না, তখন আমার এই সহযোগিতা আমার পাশে থাকবে। আমি যতদিন বেঁচে থাকব এতিমদেরকে সহযোগিতা করে যাব।