সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » খেলা | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মনপুরা | শিরোনাম | সর্বশেষ » মনপুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
মনপুরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, মনপুরা প্রতিনিধি : ভোলার মনপুরায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয গোল্ডকাপ ফুটবল টুর্ণামের্ন্টে (অনুর্ধ্ব-১৭) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৬ সেপ্টেম্বর) মনপুরা উপজেলা প্রশাসনের উদ্যোগে হাজির হাট মডেল সরকারী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
খেলায় হাজিরহাট ইউনিয়ন ফুটবল একাদশ বনাম ১নং মনপুরা ইউনিয়ন ফুটবল একদশ অংশগ্রহণ করে। খেলার নির্ধারিত ৯০ মিনিটে হাজির হাট ইউনিয়ন ফুটবল একাদশ ২-১ গোলে ১নং মনপুরা ইউনিয়ন ফুটবল একাদশকে পরাজিত করে।
২-১ গোলের ব্যাবধানে চ্যাম্পিয়ন হয় হাজির হাট ইউনিয়ন ফুটবল একাদশ। রার্নার আপ হয় মনপুরা ইউনিয়ন ফুটবল একাদশ।
পরে বিজয়ী চ্যাম্পিয়ন ও রার্নার-আপ দলের মধ্যে ট্রপি বিতরণ করেন প্রধান উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন, হাজিরহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্যাহ আলমগীর, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্যাহ কাজল, হাজিরহাট মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, বি আর ডিবি চেয়ারম্যান মোঃ নিজামউদ্দিন মিয়া, মেডিকল অফিসার ডা. মোঃ শফিকুল ইসলাম, মনোয়ারা বেগম মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোঃ ছালাহউদ্দিনসহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।