সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | তজুমদ্দিন | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » তজুমদ্দিনে ইয়াবাসহ আটক-১।। লালমোহন বিডিনিউজ
তজুমদ্দিনে ইয়াবাসহ আটক-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, তজুমদ্দিন প্রতিনিধি : ভোলাযর তজুমদ্দিনে মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ মোঃ জুয়েল (১৯) নামের একজনকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়নের খাসেরহাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক জুয়েল একই ইউনিয়নের আড়ালিয়া ৭ নং ওয়ার্ডের মোঃ শাহজাহানের ছেলে।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফারুক আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল খাশেরহাট এলাকায় অভিযান চালায়। এ সময় ৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জুয়েলকে আটক করা হয়।
এ ঘটনায় তজুমদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।