সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | মুক্তমত | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » ইউএনও’র হস্তক্ষেপে সুলভ মূল্যের চাল পেলো গ্রাহকরা।। লালমোহন বিডিনিউজ
ইউএনও’র হস্তক্ষেপে সুলভ মূল্যের চাল পেলো গ্রাহকরা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজম নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহনে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’ হাবিবুল হাসান রুমির হস্তক্ষেপে সরকার কর্তৃক নির্ধারিত সূলভ মূল্যের চাল পেলো গ্রাহকরা।
উপজেলার চরভূতা হরিগঞ্জ এলাকার সুবিধাভোগীদের মাঝে সূলভ মূল্যের চাল বিতরণে ডিলার মো: ছরোয়ার উদ্দিনের অনিয়মের অভিযোগে সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে হাজির হন ইউএনও হাবিবুল হাসান রুমি। এসময় তিনি গ্রাহকদের কথা শুনেন এবং তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে ডিলার মো: ছরোয়ার উদ্দিন কে নির্দেশ প্রদান করেন।
ইউএনও হাবিবুল হাসান রুমি জানান, চাল বিতরণে অনিয়মের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। সঠিকভাবে চাল বিতরণের জন্য ডিলারকে নির্দেশ দেয়া হয়েছে। এসময় খাদ্য গুদাম থেকে তাকে ১৫বস্তা চাল কম পাওয়ার অভিযোগ করেছিলেন ডিলার। পরে তার পাওনা ১৫বস্তা চাল বুঝিয়ে দিতে উপজেলা খাদ্য কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে। ডিলার বা খাদ্য গুদাম, যে অনিয়ম করবে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব বলেও জানান ইউএনও হাবিবুল হাসান রুমি।