বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শশীভূষণ | শিরোনাম | সর্বশেষ » শশীভুষণের তিন মাদক সম্রাট পুলিশের খাঁচায়।। লালমোহন বিডিনিউজ
শশীভুষণের তিন মাদক সম্রাট পুলিশের খাঁচায়।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা সদর থেকে আলোচিত দুলাল আখন (৪৫), হেমায়েত হোসেন খোকন (৪২) ও রুহুল আমিন (৪৭) নামের তিন মাদক সম্রাট আটক করেছে পুলিশ।
বুধবার (১১সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে শশীভূষণ মাছ বাজার এলাকা থেকে মাদকসহ তাদের আটক করা হয়।
আটক দুলাল আখন চরফ্যাসন পৌর ৭নং ওয়ার্ডের মজু আখনের ছেলে, হেমায়েত হোসেন খোকন শশীভূণ থানার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আফতাফ হোসেন মেম্বারের ছেলে ও রুহুল আমিন মোল্লা শশীভূণ থানার রসুলপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মৃত আঃ আউয়াল মোল্লার ছেলে।
শশীভূষণ থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সন্ধা ৬টার দিকে শশীভূষণ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.রাজির সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে শশীভূষণ মাছ বাজার এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ তাদেরকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
শশীভূষণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, আমি শুনেছি তিনজন মাদকসহ আটক হয়েছে।