বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশনে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার কলমীর মোড় এলাকায় খলিফা বাড়ির মো. ওবায়েদুল্লাহ (৪) নামের এক শিশু পুকুরের পানিতে ডুবে মুত্যু হয়েছে।
বুধবার (১১সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির দরজার পুকুরের পানিতে ডুবে এ দূর্ঘটনা ঘটে।
নিহত মো.ওবায়েদুল্লাহ শশীভূষণ থানার রসুলপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের আল আমিনের ছেলে।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, বুধবার বেলা সাড়ে ১১টার দিকে মো. ওবায়েদুল্লাহ মায়ের কাছ থেকে এসে বাড়ির শিশুদের সঙ্গে উঠানে খেলা করছিল।
এক পর্যায়ে সবার অজান্তে উঠানের কাছাকাছি বাড়ির দরজার পুকুরের পানিতে পড়ে ডুবে যায় ওবায়েদুল্লাহ। কিছুক্ষণ পর তার মা তাকে খুঁজে না পেলে বাড়ির সবাই তাকে খুঁজতে থাকে। অবশেষে তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে। এ সময় বাড়ির লোকজন তাকে পুকুরের পানি থেকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে গেয়ে দায়িত্বরত ডাক্তার হাসান মাহামুদ তাকে মৃত ঘোষণা করেন। শিশুটির অকাল মুত্যুতে পরিবারে চলছে শোকের মাতম।
শিশু মৃত্যুর সত্যতা নিশ্চিত করে চরফ্যাসন হাসপাতালের ডাক্তার হাসান মাহামুদ বলেন, ওই শিশু হাসপাতালে আসার আগেই মারা গেছে।