বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | ঢাকা | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : রাঙামাটির কাপ্তাইয়ে দেশের প্রথম সৌরবিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৭.৪ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন সৌরবিদ্যুৎ প্রকল্পটির উদ্বোধন করেন তিনি।
কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের প্রধান বাঁধ সংলগ্ন খালি জায়গায় ২৩ একর জায়গার ওপর সৌরবিদ্যুৎ প্রকল্পটির কার্যক্রম শুরু হয় ২০১৭ সালের ৯ জুলাই। প্রায় দুই বছর পর বর্তমানে এই সৌরবিদ্যুৎ কেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়। বুধবার উদ্বোধনের পর উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘দুই দশক ধরে পার্বত্য চট্টগ্রাম এক অশান্ত পরিবেশ ছিল। যেটা ১৯৭৬-৭৭ সালে শুরু হয়। আমরা ১৯৯৬ সালে সরকার গঠন করার পর পার্বত্য এলাকা শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেই। পরে শান্তি চুক্তি করি। শান্তি চুক্তি করার পর পার্বত্য এলাকায় উন্নয়নের জোয়ার বয়ে যাচ্ছে। আত্ম-সামাজিকভাবে পার্বত্য অঞ্চলের মানুষ যথেষ্ট উন্নয়ন করে যাচ্ছে। ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছানোর কারণে আত্মসামাজিক উন্নয়ন আরও বাড়বে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘পাহাড়ের প্রত্যন্ত অঞ্চলে যেখানে এখনও গ্রিড লাইন যাওয়া কষ্টকর। সেখানে কিছু কিছু সোলার প্যানেল দেয়া হচ্ছে, আরও ব্যাপকভাবে যেন প্রত্যেক এলাকায় সোলার প্যানেলের মাধ্যমে প্রতিটি বাড়িতে আলোয় আলোকিত হয়, সেই ব্যাপারে আমরা তিন পার্বত্য জেলায় কাজ করব।’
ভিডিও কনফারেন্সের সময় রাঙামাটিতে জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য ড. প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, সেনাবাহিনী রাঙামাটি রিজিয়ন কমান্ডার মইনুর রহমান, রাঙামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ, চাকমা সার্কেল চিফ ব্যারিস্টার দেবাশীষ রায় প্রমুখ।