বুধবার, ১১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | রাজনীতি | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা নির্বাচন ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে একক প্রার্থী মেহের’র মনোনয়নপত্র জমা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভা নির্বাচন ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে একক প্রার্থী মেহের’র মনোনয়নপত্র জমা।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : আসন্ন ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন পৌর যুবলীগ সভাপতি ফরহাদ হোসেন মেহের।
বুধবার (১১ সেপ্টেম্বর) দুপুরে লালমোহন উপজেলা নির্বাচন কর্মকর্তা আমির খসরু গাজীর কাছে মনোনয়নপত্র জমা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম রিপন, পৌর আওয়ামীলীগ সভাপতি ফখরুল আলম হাওলাদার, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাদলসহ পৌর যুবলীগ নেতাকর্মীগণ।
এর আগে পৌর যুবলীগ সভাপতির মনোনয়নপত্র জমাদান উপলক্ষে পৌর যুবলীগের শত শত নেতাকর্মীগণের অংশগ্রহণে ১নং ওয়ার্ড হাসপাতালের সামনে থেকে একটি শোডাউন শুরু হয়ে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়।
উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশন কতৃক ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার লালমোহন পৌরসভা নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ হলেও ১নং ওয়ার্ড কাউন্সিলর পদে অন্য কোন প্রার্থী না থাকায় একক প্রার্থী হিসেবে রয়েছেন ফরহাদ হোসেন মেহের। আগামী ১৪ অক্টোবর এ পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।