বুধবার, ২২ জুলাই ২০১৫
প্রথম পাতা » বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে গভীর রাতে বিএনপি’র নেতা সরোয়ার আটক
বোরহানউদ্দিনে গভীর রাতে বিএনপি’র নেতা সরোয়ার আটক
বোরহানউদ্দিন সংদাতদাতা: ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিএনপি’র যুগ্ন সম্পাদক সরোয়ার আলম খানকে রবিবার দিবাগত রাতে আটক করছে পুলিশ। দৌলতখান উপজেলার একটি বিশেষ আইনে দায়ের করা গাড়ী পোড়ানো মামলা অভিযুক্ত দেখিয়ে তাকে গতকাল ভোলা আদালতে হাজির করানো হয়। সরোয়ারের পক্ষে জামীন আবেদন করলে বিজ্ঞ আদালত জামীন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেন। এদিকে সরোয়ারের পরিবারের পক্ষ থেকে জানানো হয়- জানান সরোয়ারের বিরুদ্ধে দায়ের করা প্রতিটি মামলায় সে আদালতে নির্দেশে জামীনে রয়েছেন। অথচ নতুন কোন মামলা ছাড়াই রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্ত করার জন্য পুলিশ তাকে পৌরসভার ৮নং ওয়ার্ডের নিজ বাসভবন থেকে গভীর রাত্রে আটক করে নিয়ে যায়। তাকে বোরহানউদ্দিন থানায় না রেখে ভোলা সদরথানায় পাঠিয়ে দেওয়া হয়।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ রতন কৃষ্ণ রায় চৌধুরী জানান সরোয়ারের বিরুদ্ধে দৌলতখান থানায় গাড়ি পোড়ানো মামলা রয়েছে। রবিবার রাত্রে দৌলতখান ও বোরহানউদ্দিন থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এদিকে সরোয়ার আলম খানকে গ্রেফতারে তীব্র নিন্দা ও অবিলম্বে মুক্তি দাবী করছে বোরহানউদ্দিন উপজেলা ও পৌর বিএনপি ।