সোমবার, ৯ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলা বারের সাবেক সভাপতি এ্যাড শাহজান মিয়া আর নেই।। লালমোহন বিডিনিউজ
ভোলা বারের সাবেক সভাপতি এ্যাড শাহজান মিয়া আর নেই।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলা জেলা আইনজীবী সমিতির সাবেক তিন বারের সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক বাণিজ্যমন্ত্রী মেজর (অব:) হাফিজউদ্দিন আহমেদের ভগ্নিপতি এ্যাডভোকেট ওবায়দুর রহমান শাহজাহান (৬৫) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (৮ সেপ্টেম্বর) রাত ১০.২৫ মিনিটে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান তিনি। মৃত্যুকালে তিনি ১ ছেলে ১ মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
সোমবার (৯ সেপ্টেম্বর) বাদ জোহর ভোলা যুগির ঘোল ঈদগা মাঠে নামাজে জানাজা শেষে ভোলা গোরস্থান মাদ্রাসা সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক বাণিজ্যমন্ত্রী মেজর হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম, ভোলা জেলা বিএনপি’র সভাপতি গোলাম নবী আলমগীর, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ট্রুমেন, ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মোঃ সালাউদ্দিন হাওলাদার, সম্পাদক অ্যাড. গোলাম মোরশেদ কিরণ তালুকদার গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা কামনা করেন।