
রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বোরহানউদ্দিন | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনের দুধর্ষ চোর লালমোহনে আটক।।লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনের দুধর্ষ চোর লালমোহনে আটক।।লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ,লালমোহন প্রতিনিধি॥ ভোলার বোরহানউদ্দিন উপজেলার দুধর্ষ চোর মোকাম্মেল (৩০) ও হুমায়ুন (২০) কে আটক করেছে লালমোহন থানা পুলিশ।
শনিবার সকালে উপজেলার বদরপুর এলাকা থেকে তাদের কে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় চুরির মামলা থাকায় তাদেরকে বোরহানউদ্দিন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, গত ২৪ জুলাই রাতে বোরহানউদ্দিন উপজেলাধীন শিবপুর ৯নং ওয়ার্ড দেউলা এলাকার শাহাজান খন্দকারের বিবাহিতা মেয়ে হালিমা আক্তার জেরিন স¦ামীর সহিত বাবার বাসায় বেড়াতে আসেন। ওই রাতে বাসার সবাই খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে দেখেন ঘরের আসবাবপত্র সবকিছু এলোমেলো। ঘরের পিছনের দরজার ছিটকানি ভেঙে চুরির ঘটনা ঘটেছে। ঘরে থাকা স্বর্ণালংকার, টাকা পয়সাসহ জেরিনের ব্যবহৃত মোবাইলও নিয়ে যায় চোরচক্র।
দীর্ঘদিন পর গত শনিবার সকালে লালমোহন উপজেলাধীন সোনাবাজার এলাকায় জেরিনের চুরি হওয়া মোবাইল হাতে হুমায়ুন কে দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাকে আটক করেন জেরিন। এসময় হুমায়ুনের এলাকার মোকাম্মেলের কাছ থেকে মোবাইল ক্রয়ের কথা বললে মোকাম্মেলকে আটক করা হয়। তাদের কে লালমোহন থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়।
এ ঘটনায় হালিমা খাতুন জেরিন বাদি হয়ে বোরহানউদ্দিন থানায় একটি চুরির মামলা দায়ের করেছেন। মামলা নং-১৭। তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৯ইং।