রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চরফ্যাশন | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » চরফ্যাশন পৌর কাউন্সিলর সামু’র মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক।। লালমোহন বিডিনিউজ
চরফ্যাশন পৌর কাউন্সিলর সামু’র মায়ের ইন্তেকাল, বিভিন্ন মহলের শোক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশন পৌরসভা ৪নং ওয়ার্ডের কাউন্সিলর আকতারুল আলম সামু’র মাতা বেগম লুৎফুন্নেছা (৬৯) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)। দীর্ঘদিন হার্টের সমস্যায় ভূগছিলেন তিনি।
রোববার (৮ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাকা পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে ৭ ছেলে সন্তানসহ অশংখ্য গুণগ্রাহী রেখে গেছেন এ মহিয়সী নারী।
তাঁর মৃত্যুতে চরফ্যাশনের বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, পেশাজীবি সংগঠন, সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শোক প্রকাশ করেন। তারা মরহুমার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।