রবিবার, ৮ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহন পৌরসভা নির্বাচন: আওয়ামীলীগে তুহিন, বিএনপিতে শাহিন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন পৌরসভা নির্বাচন: আওয়ামীলীগে তুহিন, বিএনপিতে শাহিন।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, নিজস্ব প্রতিনিধি : ভোলার লালমোহন পৌরসভা নির্বাচনে মেয়র পদে দলীয় প্রার্থী ঘোষণা করেছে আওয়ামীলীগ ও বিএনপি। মেয়র পদে আওয়ামীলীগ দলীয় মনোনয়ন পেয়েছেন বর্তমান মেয়র এমদাদুল ইসলাম তুহিন ও বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছেন সাবেক পৌর মেয়র প্রয়াত এনায়েত কবীরের ছোট ভাই ও লালমোহন প্রেসক্লাবের সাবেক সভাপতি সোহেল আজিজ শাহিন।
শনিবার পৌরসভার মেয়র পদে দুই দলই তাদের দলীয় প্রার্থী ঘোষণা করেন।
উল্লেখ্য, গত ২০১০ সালের ১০ ডিসেম্বর লালমোহন পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপর মেয়াদোত্তীর্ণ হলেও সীমানা জটিলতা মামলার কারণে বন্ধ থাকার পর দীর্ঘ ৯বছর পর নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
গত ৩সেপ্টেম্বর (মঙ্গলবার) লালমোহন পৌরসভা নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী আগামী ১৪অক্টোবর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ১২ সেপ্টেম্বর ।
পূর্বে ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত লালমোহন পৌরসভা নির্বাচন হলেও এবার নতুন ৩টি ওয়ার্ড যোগ হওয়ায় ১২টি ওয়ার্ডে নির্বাচন অনুষ্ঠিত হবে।