শনিবার, ৭ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জাতীয় | ঢাকা | বিভাগের খবর | রাজধানী | শিরোনাম | সর্বশেষ » ছেলে-মেয়েরা কে কী করছে লক্ষ রাখুন: অভিভাবকদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
ছেলে-মেয়েরা কে কী করছে লক্ষ রাখুন: অভিভাবকদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কিশোর গ্যাংয়ের আবির্ভাব হয়েছে। এ বিষয়ে আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট সজাগ। অভিভাবকদের অনুরোধ করব, আপনাদের ছেলেমেয়েরা কে কী করছে লক্ষ করুন। কিশোর গ্যাংয়ে যাতে কেউ সম্পৃক্ত হতে না পারে সজাগ থাকুন।
শনিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে মাদক-সন্ত্রাস, শিশু নির্যাতন, ইভটিজিং এবং সেলফোন-ইন্টারনেটের অপব্যবহার প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
বাংলাদেশ অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতি এ আলোচনা সভার আয়োজন করে।
প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অভিভাবক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উদ্দেশে বলেন, এ কিশোররা সন্ধ্যার পর কেন বাইরে থাকবে? তারা পড়ার টেবিলে যাবে, সন্ধ্যার পর বাসায় ফিরে আসবে। এদের আমরা লক্ষ করছি, অনেক রাত পর্যন্ত বাইরে থাকছে। অনুরোধ করব অভিভাবকদের, আপনার সন্তান কোথায় খোঁজ রাখুন। কিশোর গ্যাংয়ে আপনার আমার ছেলেমেয়ে নাতিপুতি যেন না জড়ায়। সন্তান কে কী করছে খেয়াল করুন।
তিনি বলেন, যদি কেউ অপরাধ করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে, কিশোর হলেও। দেশে কিশোর অপরাধীদের জন্যও আইন রয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত আইজিপি ড. মইনুর রহমান চৌধুরী বলেন, দেশ এগিয়ে যাচ্ছে। আর্থিক অগ্রগতি হচ্ছে। কিন্তু আমাদের মূল্যবোধের অবক্ষয় ঘটছে। এ কারণে আমাদের অগ্রগতি যতটা দৃশ্যমান হওয়ার কথা তা হচ্ছে না। এখানে আমাদের ম্যানেজমেন্টের অভাব লক্ষণীয়।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘আমি খুব হতাশ হই যখন দেখি সন্তানকে জিপিএ-৫ পাওয়ানোর জন্য বাবা রাত জেগে অপেক্ষায় থাকে প্রশ্নপত্র পাওয়ার জন্য। শিক্ষক যখন শিক্ষার্থীকে ক্লাসের বাইরে নিজের কোচিং সেন্টারে ডাকে জিপিএ-৫ পাওয়ার জন্য। রাজনৈতিক নেতৃত্ব দেখে হতাশ হই যখন দেখি কথা ও কাজে কোনো মিল নেই। সন্তানরা মূল্যবোধ শিখবে কী করে? যখন দেখে বাবার যে পেশা তার সাথে অর্থ উপার্জনের কোনো মিল নেই। সন্তানকে মানুষের মতো মানুষ করতে হলে আগে নিজেদের মধ্যে মূল্যবোধ জাগ্রত করতে হবে।’
সাবেক আইজিপি আব্দুর রউফের সভাপতিত্বে আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক।