মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় ইয়াবাসহ আটক-১।। লালমোহন বিডিনিউজ
ভোলায় ইয়াবাসহ আটক-১।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা।। ভোলায় মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবাসহ মো: পারভেজ কাজি (২৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
সোমবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চরসিফলী গ্রাম থেকে তাকে আটক করা হয়।
আটক পারভেজ ভোলা পৌরসভার ৮ নং ওয়ার্ডের মোঃ বাবুল কাজির ছেলে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল আলীনগরের চরসিফলী গ্ৰামে অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী পারভেজকে পাঁচ পিস ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় আটক পারভেজের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।