সোমবার, ২ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » চট্টগ্রাম | জাতীয় | তথ্যপ্রযুক্তি | বিভাগের খবর | শিরোনাম | সর্বশেষ » রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধের নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধের নির্দেশ।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ডেস্ক : ৭ কার্যদিবসের মধ্যে রোহিঙ্গাদের মোবাইল সেবা বন্ধের বিষয়ে টেলিকম অপারেটরদের নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন-বিটিআরসি।
বিটিআরসির দেয়া নির্দেশনায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে মোবাইল ফোনের সিম বিক্রি বন্ধের বিষয়েও পদক্ষেপ নিতে বলা হয়েছে।
বিটিআরসি জানিয়েছে, রাষ্ট্রীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গারা যেন মোবাইল সুবিধা না পায় এ বিষয়টি নিশ্চিত করতে আগেও টেলিকম অপারেটরদের নির্দেশ দেয়া হয়েছিলো। কিন্তু, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ব্যাপক হারে মোবাইলের সিম বিক্রির তথ্য পাওয়া গেছে বিটিআরসির রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন কমিটির কাছ থেকে।
এ অবস্থায়, টেলিকম অপারেটরগুলোকে রোহিঙ্গা জনগোষ্ঠীকে দেয়া মোবাইল সুবিধার সব তথ্য বিটিআরসিকে জানানোর নির্দেশ দেয়া হয়েছে।