
রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | বোরহানউদ্দিন | শিরোনাম | সর্বশেষ » বোরহানউদ্দিনে খাল দখল মুক্ত করতে ইউএনও‘র অভিযান।। লালমোহন বিডিনিউজ
বোরহানউদ্দিনে খাল দখল মুক্ত করতে ইউএনও‘র অভিযান।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিন উপজেলার উদয়পুর রাস্তার মাথায় নতুন হাকিমুদ্দিন টু দিদারমাঝি মাছ ঘাট এলাকার খালটি দখল করে বাঁধ দিয়ে পানি প্রবাহে বাধা সৃষ্টি করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে উপজেলা নির্বাহী অফিসার খালেদা খাতুন রেখা।
৩১ আগষ্ট (শনিবার) বিকালে এ উচ্ছেদ অভিযান চালায় তিনি। তার এ উদ্যেগকে স্বাগত জানান নতুন হাকিমুদ্দি বাজার ব্যসায়ী ও দিদারমাঝি মাছ ঘাট ব্যবসায়ীরাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ জনতা। পরে খাল উচ্ছেদ শেষে নতুন হাকিমুদ্দিন বাজারে পরিস্কার পরিছন্নতা অভিযান চালানো হয়।
এসময় স্থানীয় জনপ্রতিনিধিসহ স্থানীয় সাধারণ জনতা উপস্থিত ছিলেন।