রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
প্রথম পাতা » জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় মসজিদের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
ভোলায় মসজিদের ছাদ থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, ভোলা প্রতিনিধি : ভোলার চরনোয়াবাদ বাইতুল নাজাত জামে মসজিদের অজুখানার ছাদ থেকে ১২টি ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (১ সেপেম্বর) দুপুরে ওই চরনোয়াবাদ প্রেম রোড এলাকা থেকে বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে পুলিশ।
স্থানীয় চা দোকানী ওমর ফারুক জানান, দুপুরে বাইতুল নাজাত জামে মসজিদের ইমাম মোহাম্মদ হোসেন মসজিদের অজুখানার ছাদ পরিষ্কার করতে গিয়ে একটি বালতিতে কিছু বোমা সাদৃশ্য বস্তু দেখতে পায়।
পরে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে এগুলো বোমা কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
উদ্ধার হওয়া ককটেল সদৃশ্য বস্তুগুলো ককটেল কিনা তা পরীক্ষা-নিরীক্ষা শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছেন ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার।