শনিবার, ৩১ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | লালমোহন | শিরোনাম | সর্বশেষ » লালমোহনে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসা ছাত্রীসহ আহত-৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহনে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসা ছাত্রীসহ আহত-৫।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডিনিউজ, লালমোহন প্রতিনিধি : ভোলার লালমোহন উপজেলার চরভূতায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় মাদ্রাসার ছাত্রীসহ ৫জন আহত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টায় চরভূতা ৭নং ওয়ার্ড এলাকার দফাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন, পারুল বিবি (৩২), রাশেদা (৩২), সালমা (১৬), মোজাম্মেল হক (৫৪) ও আঃ হাই।
হামলায় আহত মাদ্রাসা শিক্ষক আঃ হাই বলেন, একই বাড়ির মো. হোসেন গংদের সাথে দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান আকতারুজ্জামান টিটব এর কাছে বিচারাধিন। এরই মধ্যে শনিবার সকালে আমি মাদ্রাসা উদ্দেশ্যে রওয়ানা হয়ে বাড়ির উঠোনে নামতেই মো. হোসেনের চট্ট্রগ্রাম ফেরত ছেলে ইউসুফ ও ইউসুফের ছেলে নিরব, ইউসুফের ভাই শফিক ও শফিকের স্ত্রী জোস্না ও ছেলে সিরাজসহ খালেদা, জসিম আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার চিৎকারে বড় ভাই মোজাম্মেল হক এগিয়ে এলে তাঁর উপরও হামলা চালায় তারা। তাদের হামলা থেকে বাঁচতে আমরা বাড়ির সামনে দোকানের কাছে গিয়ে স্থানীয় লোকদের জানাই। এরই মধ্যে হামলাকারীরা বাড়িতে থাকা আমার স্ত্রী পারুল বিবি, ভাতিজি স্থানীয় মাহমুদিয়া দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী সালমা ও রাশেদা বেগমের উপর অতর্কিত হামলা চালিয়ে তাদেরকে গুরুত্বর আহত করে। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে লালমোহন থানায় দেখাতে গেলে থানার এ এস আই সুমন আমাদেরকে চিকিৎসা নিতে বলেন। আহতরা বর্তমানে লালমোহন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হামলায় আহত মাদ্রাসা ছাত্রী সালমা জানায়, আমার মাদ্রাসায় পরীক্ষা থাকায় মাদ্রাসার উদ্দেশ্যে রওয়ানা দিতে প্রস্তুতি নিচ্ছিলাম। এমন সময় আমার বাবার উপর শফিক ও ইউসুফসহ আরো কয়েকজনের হামলা দেখে আমি এগিয়ে যেতেই শফিক আমার মুখে ঘুষি মারে। এতে আমার নাক ফেটে রক্ত পড়তে থাকে। রক্ত দেখে আমি জ্ঞান হারিয়ে ফেলি। আমার আর কিছুই মনে নাই।
এ ব্যাপারে লালমোহন থানার এ এস আই সুমন বলেন, আহতদের কে থানায় এসেছিল। আগে তাদেরকে চিকিৎসা নিতে বলেছি। পরে অভিযোগ সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।