
শুক্রবার, ৩০ আগস্ট ২০১৯
প্রথম পাতা » অপরাধ | জেলার খবর | বরিশাল | বিভাগের খবর | ভোলা | শিরোনাম | সর্বশেষ » ভোলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
ভোলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক।। লালমোহন বিডিনিউজ
লালমোহন বিডনিউজ, ভোলা প্রতিনিধি : মাদক বিরোধী বিশেষ অভিযানে ভোলায় গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
২৯ আগষ্ট (বৃহস্পতিবার) গভীর রাতে সদর উপজেলার পৌরবাপ্তার ভদ্রেরপোল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, বরিশাল জেলার বাবুগঞ্জের বাহেরচর এলাকার খাদেম আলীর ছেলে মোঃ মেহেদী হাসান (৩৪) ও ভোলার দৌলতখান উপজেলার চরপাতা গ্রামের মোহাম্মদ ইসমাইলের ছেলে আবদুল রহিম (১৮)।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল রাত ১২ টার দিকে পৌরসভার ১নং ওয়ার্ডের বাপ্তা গ্ৰামের ভদ্রেরপোল এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক ব্যবসায়ী মেহেদী হাসান ও আবদুর রহিমকে ১৫ গ্ৰাম গাঁজাসহ আটক করা হয়।
এ ঘটনায় আটকদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।